(ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম) । সহজ কিছু মাধ্যম অবলম্বন করে আপনি পেতে পারেন যদি আপনি পুরো আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়েন।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম আবেদন করার পূর্বে যে সমুস্ত ডকুমেন্ট আপনার প্রয়ুজন লাগবে। তা এখন আমরা বর্ণনা করবো। তাই পুরো আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন।
বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম জানার আগে প্রথম শর্ত হচ্ছে আপনার বৈধ বাংলাদেশী ড্রাইভিং
লাইসেন্স আপনার বাদ্যতামুলক আগে থেকে তাকতে হবে। আপনার যদি মোটরযান চালানো জানা থাকে আগে
থেকে তাহলে আপনি আর হতাশা হবার কুনো কারণ নেই। আপনি সহজে একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স
পেয়ে যাবেন এর জন্য আপনাকে আর কুনো পরীক্ষা দিতে হবেনা।
বাংলাদেশের জন্য কিভাবে ড্রাইভিং লাইসেন্সস করবেন আর্টিকেলটা পড়ার জন্য এখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে
৪ কপি ফটো ( ২ টি পাসপোর্ট সাইজ ফটো + ৩ কপি স্ট্যাম্প সাইজ ফটো)
বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি এবং
পাসপোর্টের ফটোকপি
পাশাপাশি আবেদন ফি ২৫০০ টাকা ও
আবেদন পত্রটি পূরন করা হয়ে গেলে আপনি সমুস্ত কিছু নিয়ে সকাল ১০টা ৩০ মিনিট সময় থেকে বিকেল
৩টা ৩০ মিনিটের সময়ের মধ্যে অবশই যেতে হবে নিচের ঠিকানায় অনুসারে –
Bangladesh Automobile session 3B outer circular road moghbazar dhaka- 1217 রোড,
মোবাইল: +880-1711819958-9, +880-1979299786
ফোন: +880-02-9361054,website: www.aabangladesh.com

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইন বাংলাদেশ
এখন আমরা জানবো কিভাবে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স করবেন বিদেশে যাবার আগে অন্তত একটি কাজ
আপনি অবশই করে যাবেন যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই লাইসেন্স যে আপনার কি পরিমানের কাজে আসবে
তা আপনি কল্পনাও করতে পারবেন না।
করার জন্য আপনার আগেথেকে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্সস তাকতে হবে অর্থ্যাৎ আপনি যে বাংলাদেশে
ড্রাইবিং করেছেন এটা তাকতে হবে এবং এটার মাধ্যমে আপনাকে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে। এবং
এই ড্রাইভিং লাইসেন্স আপনি ১৮০ দেশে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি এই লাইসেন্স টি কিকি কাজে
ব্যবহার করবেন বা কুন্ কুন্ প্রফেশনাল কাজে ব্যবহার করবেন তা নিরবয় করে ওই দেশের লয়ের উপর
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে
বাংলাদেশ অটোমোবাইল এ্যাসোসিয়েশন। ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭ যাবেন।
তারা আপানাকে একটা ফরম দিবে আর আপনি বিনিময়ে তাদেরকে ২৫০০ টাকা ফি দিবেন। এর পর ওই ফরমটি
ফিলাপ করার ১২ থেকে ১৫ দিনের মদ্যেও পেয়ে যাবেন অথবা আপনি চাইলে ইমার্জেন্সি রিকোস্ট করে ৩ থেকে ৫
দিনের মদ্যেও নিতে পারেন তবে এর জন্য আপনাকে এক্সট্রা চার্জ ১০০০টাকা গুনতে হবে
আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৩
আজ আমরা শিখলাম ইন্টারনেশনাল ড্রাইবিং লাইসেন্স করার নিয়ম। যারা বিদেশ চাকরির জন্য যাবেন তাদেরকে
উদ্দেশ করে বলছি তারা অবশই আন্তর্জাতিক ড্রাইবিং লাইসেন্স তা করে যাবেন কেননা বিদেশে চাকরির জন্য
যাবার পর আপনি সাথে সাথে চাকরি নাও পেতে পারেন তখন আপনি ওই ড্রাইবিং লাইসেন্স দিয়ে উবার অথবা
পাটাও ড্রাইভ করে অপার খরচ টা বহন করে নিতে পারবেন।
আশা করা যায় আপনারা আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম টা কুনো জামেলা ছাড়া বুজতে পেরেছেন
আমাদের সাথে তাকার জন্য আপনা দেড়েকে অনেক দন্যবাদ।