তুরস্কের ও সিরিয়ায় ভূমিকম্পের কারণ কি ?

ভূমিকম্প হচ্ছে মাটির মধ্যে মৃদু থেকে অনেক বিশাল মাত্রার কম্পন। এটি একটি প্রাকৃতিক ঘটনা। পৃথিবীর উপরের অংশে ৭টি টেকটোনিক প্লেট হয়। এগুলো চলমান এবং চলার পথে বাধা পেলে এগুলো কেঁপে উঠে যাকে

আমরা ভূমিকম্প বলে। এটি ৪ মাত্রার মধ্যে হলে আমরা মৃদু ভূমিকম্প বলি যা পৃথিবীতে তেমন ক্ষতি করে না এবং ৫ মাত্রার বেশি হলে এটি কিছুটা ক্ষতি করে আর যদি তা ৮ মাত্রার উপরে হয় এটি পৃথিবীর অনেক ক্ষতিকারক হয়।

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভূমিকম্প সম্পর্কে

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে গত সোমবার ভোর ৪ টার দিকে  ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল ৭,৮ মাত্রা।

এটি তুরস্ক ও সিরিয়া ছাড়াও সাইপ্রাস ও লেবানন এ এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যায়। তুরস্কের দক্কিন

পূর্বাঞ্চল এর গাজিয়ান ট্যাপ এ এই শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। তুরস্কের রাজধানী আঙ্কারা শহর থেকে শুরু

করে অন্নান্য শহরেও আঘাত করে। দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বয়ানক এক ভূমিকম্পে  এ পর্যন্ত মৃত সংখ্যা

প্রায় ৫০০০। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। গবেষকদের ধারণা তুরস্ক এবং সিরিয়া আড়াই কোটিরও

বেশি মানুষের ভয়ঙ্কর এই ভূমিকম্পের স্মুখীন হয়েছেন।  এবং পাশাপাশি তুরস্ক এবং উত্তর সিরিয়ায় মৃতদের সংখ্যা খুব দ্রত বেড়েই চলছে।

তুরস্কের ও সিরিয়ায় ভূমিকম্পের কারণ কি কেয়ামতের লক্ষন ?

তুরস্কের ভূমিকম্পের কারণ

তুরস্কের প্রায় ভূমিকম্পের কারণ  পূর্ব ও উত্তর এনাতুলিয়ান ফোর্ট এরই মাজে এনাতুলিয়ান ফোর্ট অবস্থান। দুই প্লেট

পাশাপাশি যার জন্য দুই প্লেটের ধাক্কায়  প্রতিবার আতঙ্কে পরে তুরস্ক।পৃথিবীর উপরের অংশে ৭টি টেকটোনিক

প্লেট হয়। এগুলো চলমান এবং চলার পথে বাধা পেলে এগুলো কেঁপে উঠে যাকে আমরা ভূমিকম্প বলি। ১৮৮৩

 সালে প্রথম বার  ভুমিকম্প হয় এর পর থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত অনেক বার ভূমিকম্পের মুখোমুখি হয়

তুরস্ক ও সিরিয়া এবং এই ঘন ঘন ভূমিকম্পের কারণে প্রাণ যায় অসঙ্কো মানুষের এবং এই ভূমিকম্পের কারণে

ক্ষতিগ্রস্থ হয় দেশগুলো, পাশাপাশি  খাবার শংকরট পড়েন মানুষেরা।

তুরস্কের ভূমিকম্প বর্থমান পরিস্থিতি

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের মৃতদের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০০ হাজারেরও বেশি গবেষকদের ধারণা ১০ হাজার

ছাড়িয়ে যাবার সম্বাবনা আছে।  যেদিকে চোখ যায় লাশ আর লাশ এ যেন এক কেয়ামতের লক্ষণ। ৮৪ বছরের রেকর্ড

ভাঙল তুরস্কের এই  ভূমিকম্প সব কিসু এলোমেলো করে দিয়ে গেলো সিরিয়া এই অঞ্চল গুলি যেন  মৃতদের লাশে

পরিণত দ্বীপ  সিরিয়া ও তুরস্কের উদ্ধার কর্মিরা ধ্বংস এস্তল থেকে উদ্ধার চালিয়ে যাচ্ছেন এবং অন্নান দেশ থেকে

উদ্ধার কর্মিরা এগিয়ে যাচ্ছেন। তুরুস্কের বিপর্যয় বেবস্থাপনা জানিয়ে চেন এতিমধ্যে ২৫ হাজার উদ্ধার কর্মী উদ্ধার

কাজে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *