জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন করার নিয়ম ২০২৩

আজ আমরা জানবো কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় বা সংশোধন করতে হয়। জন্ম নিবন্ধন করা

প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এটি একটি মানুষকে একটি দেশের নাগরিক হিসেবে প্রমান করে। সন্তান জন্মের পরে

প্রত্যেক পিতা-মাতার উচিত তার সন্তানের জন্ম নিবন্ধন করা। নিবন্ধনটি সকল গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়।

সরকারি যেকোনো সুবিধা পেতে, স্কুলে ভর্তি হতে, ভোটার কার্ড করতে, পাসপোর্ট বানাতে বা আরো অনেক কাজে

লাগে। গুরুত্বপূর্ণ এই নিবন্ধন সম্পর্কে জানতে আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৩

জন্ম নিবন্ধন আবেদন করতে অনেক কিছু লাগতো যা অনেক ঝামেলার ছিল এখন আর সেই নিয়ম নেই। এখন

অনেক সহজেই নিবন্ধন করা যায়। পিতা – মাতার অনলাইন জন্ম সনদ ছাড়া নিবন্ধন করা যেত না এখন এর

বাধ্যতামূলক সেটা লাগবে না। যদি কেউ প্রমান করতে পারে সে যেখানে জন্ম নিবন্ধন করতে চায় সে ওই এলাকার

স্থায়ী বাসিন্দা তাহলে সে নিবন্ধনটি করতে পারবে। স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমান করার জন্য আপনারা জমির কাগজ

বা টেক্স সার্টিফিকেট বা অন্য কাগজ দিতে পারেন। নবজাতক (৪৫ দিন ) এর জন্য যদি সে হাসপাতাল এ জন্ম গ্রহণ

করে থাকে তাহলে হাসপাতাল এর ব্যার্থ সার্টিফিকেট দিয়ে করা যাবে। আর বয়স ৪৫ দিন পর থেকে ৫ বছর এর

মধ্যে হলে টিকা কার্ড দিয়ে বা ইপিআই টিকা কার্ড দিয়ে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে। এবং বয়স ৫ বছরের

বেশি হলে আর হাসপাতাল এর ব্যার্থ সার্টিফিকেট বা ইপিআই টিকা কার্ড না থাকলে একজন প্রথম শ্রেণীর

এমবিবিএস ডাক্তার কর্তৃক বয়স প্রমানের সার্টিফিকেট সংগ্রহ করে দিতে হবে বা সরকার কর্তৃক পরিচালিত

পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট লাগবে। পিতা / মাতা / দাদা / দাদির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা

হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা / দাদা / দাদির

জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ

রশিদ নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে) দিতে হবে।

জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন

জন্ম নিবন্ধন করতে আমাদের কিছু কাগজ প্রথমে সংগ্রহ করতে হবে। তারপর সেই কাগজপত্র অনুযায়ী ইন্টারনেট

এর সার্ভার এ গিয়ে ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইট টি হচ্ছে ( bdris.gov.bd ) সার্ভার এ গিয়ে সকল তথ্য সঠিকভাবে

দিতে হবে। বয়স ৫ বছর এর বেশি হলে ডাক্তর প্রদত্ত বয়স প্রমানের সার্টিফিকেট লাগবে বা সরকার কর্তৃক

পরিচালিত পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট লাগবে। স্থায়ী প্রমানের জন্য আবাস স্থলের বিপরীতে 

খাজনা ও কর পরিশোধ রশিদ (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে) বা পিতা / মাতা / দাদা /

দাদির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ির দলিল দিতে হবে।

জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন / করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে গিয়ে আমরা অনেক সময় খরচ নিয়ে চিন্তায় থাকি কত টাকা খরচ হবে। এটি

অনেক জায়গায় দেখা যায় ১৫০, ২০০, ৩০০ টাকা পর্যন্ত রেখে দেয়। কিন্তু সরকার থেকে ফি নির্ধারিত করে দেয়া

আছে। যদি জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সনদ করা তাহলে কোনো ফি লাগবে না। ৫ দিন পর থেকে ৫ বছরের মধ্যে

দেশে ২৫ টাকা এবং বিদেশ থেকে হলে ১ ডলার বা সমমূল্যের টাকা। বয়স ৫ বছরের বেশি হলে দেশে ৫০ টাকা

এবং বিদেশ থেকে হলে ১ ডলার বা সমমূল্যের টাকা লাগবে। তার সাথে আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি

কর্পোরেশন এর কম্পিউটার অপারেটর এর একটা চার্জ যুক্ত হবে তা ৫০ – ৭০ টাকার মধ্যে।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন

জন্ম নিবন্ধন করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। যা পরে আমাদের সংশোধন করতে হয়। যেমন আমরা

নিজ নাম বা পিতা মাতার নামে ভুল করি, অনেক সময় আমাদের বয়স সংশোধন করতে হয়। যার জন্য আমাদের

অনেক ঝামেলা পোহাতে হয়। এখন আমরা সহজেই অনলাইন এ জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে

পারবো। এর জন্য আপনাদের ( bdris.gov.bd/br/correction )এই ওয়েবসাইট এ গিয়ে হোম এর পাশে জন্ম নিবন্ধন অপশনে যেয়ে

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন অপশন এ যেতে হবে। তারপর আপনি জন্ম নিবন্ধন নং ও জন্ম তারিখ দিতে

হবে। তারপর আপনাকে সকল তথ্য দেখাবে আপনাকে কনফার্ম করতে হবে। এরপর আপনি পেয়ে যাবেন

সংশোধন আবেদন ফরম। ফরমটিতে আপনি যেসকল তথ্য পরিবর্তন করতে সেই অপশন নির্বাচণ করে সঠিক তথ্য

লিখতে হবে এবং প্রমানের জন্য ফাইল সংযুক্ত করতে হবে। ফাইল বলতে ভোটার কার্ড , সার্টিফিকেট , পাসপোর্ট বা

সরকার প্রদত্ব কোনো কাগজ থাকলে সেইটা সংযুক্ত করা যাবে। এভাবে সকল তথ্য পূরণ করে আপনি সংশোধনের

আবেদনটি করতে পারেন। সংশোধনের ক্ষেত্রে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে জন্ম নিবন্ধন সর্বোচ্ছ

৪ বার সংশোধন করা যায়। যাকিছু সংশোধন করবেন সববিষয় চিন্তা করেই প্রথমবারেই সংশোধন করে নিবেন।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন করার সময় আমরা বিভিন্ন কারণে বয়স পরিবর্তন করে যেকোনো একটা বয়স দিয়ে দেই। যা নিয়ে পরে

আমাদের বিভিন্ন কাজে অসুবিধায় পড়তে হয়। তখন আমরা যাই ইউনিয়ন পরিষদ / সিটি কর্পোরেশন এ বয়স

সংশোধন করতে, সেখানে গিয়ে আমরা পড়ি অনেক ভুগান্তিতে। আপনাদের প্রথমেই বয়স প্রমানের জন্য

কাগজ প্রস্তুত রাখতে হবে। যেমন ইপিআই টিকা কার্ড, সরকার কর্তৃক পরিচালিত পিএসসি, জেএসসি, এসএসসি

সার্টিফিকেট অথবা ডাক্তর প্রদত্ত বয়স প্রমানের সার্টিফিকেট লাগবে। আবেদনের সময় এগুলো ফাইল হিসাবে

(১০০ কেবি এর মধ্যে ফটো) যুক্ত করতে হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

নিবন্ধন সংশোধন করতে আমরা খরচ নিয়ে অনেক সমস্যায় পড়ি অনেকের অনেক টাকা খরচ হয়। বাস্তবে

সড়কের থেকে কোন বাবদ কত ফি দিতে তা নির্ধারিত করা আছে। নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য ( জন্ম তারিখ)

নির্ধারিত ফি দেশে ১০০ টাকা এবং বিদেশ থেকে হলে ২ ডলার বা সমমূল্যের টাকা। জন্ম তারিখ ছাড়া নিজ নাম,

পিতার নাম, মাতার নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্য পরিবর্তনের জন্য নির্ধারিত ফি দেশে ৫০ টাকা এবং বিদেশ থেকে

হলে ১ ডলার বা সমমূল্যের টাকা লাগবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের

কপি সরবরাহ করতে কোনো ফি লাগবে না। কিন্তু সনদ হারিয়ে গেলে সনদের যেকোন কপি সংগ্রহ করতে দেশে

৫০ টাকা এবং বিদেশ থেকে হলে ১ ডলার বা সমমূল্যের টাকা পরিশুধ করতে হবে। তবে সকল ক্ষেত্রে আপনার

ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এর কম্পিউটার অপারেটর এর একটা চার্জ যুক্ত হবে।

জন্ম নিবন্ধন যাচাই ২০২৩

জন্ম নিবন্ধন এর আবেদন করার পর ব সংশোধনের আবেদন করার পর আমাদের যাচাই করা উচিত ঠিকভাবে

আবেদনটি হলো কিনা তা দেখা। এর জন্য আপনাকে ( everify.bdris.gov.bd ) এই ওয়েবসাইট এ গিয়ে হোম এর

পাশে জন্ম নিবন্ধন অপশনে যেয়ে জন্ম নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থা অপশন এ যেতে হবে। সকল তথ্য

পূরণ করে কনফার্ম করলে নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থা দেখা যাবে। জন্ম নিবন্ধন এর তথ্য যাচাই করতে

হলে ওই ওয়েবসাইট এ গিয়ে হোম এর পাশে জন্ম নিবন্ধন অপশনে যেয়ে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান অপশন

যেতে হবে। তারপর সকল তথ্য দিয়ে কনফার্ম করলে নিবন্ধন তথ্য অনুসন্ধান করা যাবে।

জন্ম নিবন্ধন আবেদন

শেষ কথা,আশা করছি আপনারা আজকের লিখাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছেন এবং নিবন্ধন করার ক্ষেত্রে বা সংশোধন করার জন্য আপনাদের কি করতে হবে বুঝতে পেরেছেন। এইরকমভাবে সবসময় আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *